নিজস্ব সংবাদদাতা: পার্কস্ট্রিট থানার মধ্যেই মহিলা সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনায় SI কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পরে প্রথমে বিভাগীয় তদন্ত হয়। তারপরেই SI অভিষেক রায়কে পুলিশ গ্রেফতার করে। পুজোর উপহার দেওয়ায় অছিলায় মহিলা সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত আরজি কর কাণ্ড থেকে একাধিক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আরজি কর কাণ্ডে পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ উঠেছে। আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে খোদ হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। অন্যদিকে, তৎকালীন টালা থানার ওসিকে সিবিআই তথ্য প্রমাণ অভিযোগে গ্রেফতার করেছে। অন্যদিকে, জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল হয়ে পড়েছে এলাকা। সেখানেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম থেকেই পুলিশ গুরুত্ব দিলে হয়তো নাবালিকাকে বাঁচানো যেতে বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। রাগে গ্রামের মানুষ পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে। পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেয়। অভিযুক্তকে গ্রেফতারের পরেও তার বিরুদ্ধে মামলা দেওয়ার প্রসঙ্গেও পুলিশের গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে। জয়নগর পুলিশের তরফে জানানো হয়েছিল, অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে। কিন্তু ধর্ষণের কথা স্বীকার করেনি। তাই তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়নি।