নিজস্ব সংবাদদাতা: বেহালার (Behala) বাণীতীর্থ গার্লস হাইস্কুলে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার স্কুল বন্ধ হয়। রবিবার সকালে কেয়ারটেকার এসে দেখতে পান, কোলাপসিবল গেট কাটা হয়েছে। সব ঘরের তালা নীচে পড়ে আছে। প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টসের ঘর লন্ডভন্ড অবস্থায় রয়েছে।
ঘটনা প্রসঙ্গে, প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০ হাজার টাকা চুরি গেছে বলে মনে করা হচ্ছে। নথিপত্র ঠিকঠাক আছে কি না, খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ। শুধু টাকাপয়সা নয়, দুষ্কৃতীদের অন্য কোনও ঊদ্দেশ্যও থাকতে পারে বলে মনে করছেন প্রধান শিক্ষিকা। ঘটনাস্থলে তদন্ত করছে পর্ণশ্রী থানার পুলিশ।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2025/03/Behala-school-820x480-684989.jpg)