নিজস্ব সংবাদদাতা: হাওড়া স্টেশনেও এখন করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ছাপ। শয়ে শয়ে মানুষের ভিড়। সবাই যে যাত্রী তা নয়। অনেকেই রয়েছেন যাঁরা ওই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হওয়া যাত্রীদের বাড়ির লোক বা আত্মীয়। তাঁরা অপেক্ষায় কখন আপনজনদের সুস্থভাবে দেখবেন ফিরে আসতে।
এবার জানা গেল, ইতিমধ্যেই ওড়িশার বালাসোর থেকে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছে একটি স্পেশাল ট্রেন। এই দুর্ঘটনায় আহত এবং নিহতদের উদ্ধার করার পাশাপাশি বালাসোরে আটকে পড়া বাংলার যাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনতে তৎপর হয় রেল। সেই ব্যবস্থা মতো ট্রেন এসে পৌঁছল হাওড়া স্টেশনে। সকলেই বালাসোর স্টেশনে দুর্ঘটনায় ফেঁসে যাওয়া যাত্রী। এঁদের মধ্যেই হয়তো কেউ কেউ ঘটনার প্রত্যক্ষ দর্শী আবার কেউ কেউ ভাবতে পারেননি প্রাণ নিয়ে ফিরবেন বাড়ি।