নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা নিজেদের কলেজের ইন্টার্নাল মিটিংয়ে ব্যস্ত ছিলেন। সেই সময় একদল এসে জুনিয়র চিকিৎসকদের ত্রিপল খুলে নিয়ে যায়। পাখা খুলে নেয় যায়। ক্যামখাট নিয়ে যেতে দেখা দেয়। জুনিয়র চিকিৎসকদের একদল অভিযোগ করেছেন, পরোক্ষে চাপ প্রয়োগ করা হয়েছে। ডেকরেটরদের উপর চাপ দেওয়া হচ্ছে। সেই কারণে এগুলো করতে তাঁরা বাধ্য হচ্ছেন। কিন্তু পাখা খুলে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের পাখা চলে আসে। জানা যায়, নিউটাউনের এক বাসিন্দার উদ্যোগে এই পাখাগুলো এসেছে।
অন্যদিকে, আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসক হত্যা মামলায় এবার সিবিআইয়ের নজরে সল্টলেকের একটি হোটেল। ৯ অগাস্ট রাতে কে ছিল সেই হোটেলে? হোটেলের কাছ থেকে রেজিস্টার চেয়ে পাঠালো সিবিআই। ইতিমধ্যে সেই সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের প্রশ্নের মুখোমুখি হয়েছেন ওই হোটেলের দুই কর্মী। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অ্যাপের মাধ্যমে সল্টলেকের ওই হোটেলে রুম বুক করা হয়েছিল। তবে আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের মৃত্যুর সঙ্গে ওই তৃণমূল নেতার যোগ কোথায় রয়েছে সিবিআইয়ের তরফে জানানো হয়নি।