নিজস্ব সংবাদদাতাঃ ব্রিগেডে এবার এক নতুন চমক দেখতে চলেছে কলকাতাবাসী। লক্ষ লক্ষ কণ্ঠে হবে গীতাপাঠ। এমনই উদ্যোগ নিয়েছে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, সংসকৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম। জানা গিয়েছে ২৪ ডিসেম্বর সকাল ৯টায় এই অনুষ্ঠান শুরু হবে ২০ হাজার ৮টি শঙ্খধ্বনির মাধ্যমে।
এই অনুষ্ঠানে অংশ নেবেন মঠ-মিশনের আশ্রমিক থেকে স্কুল পড়ুয়া, প্রত্যন্ত গ্রামের বাসিন্দারাও। ইতিমধ্যেই শুরু হয়েছে এর প্রস্তুতিও। আয়োজকদের দাবি, এই বিরল অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যের সব বিধায়কদের আমন্ত্রণ জানানো হবে। অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের আয়োজক মানস ভট্টাচার্য বলেন, '' সবাইকে আমন্ত্রণ জানানো হবে। নেপথ্যে কোনও রাজনীতি নেই। ''