নিজস্ব সংবাদদাতা : চলছে প্রেমের সপ্তাহ (Valentine Week)৷ শহর জুড়ে যুগলদের আনাগোনা ৷ কিন্তু, বর্তমান ভারতে ভালোবাসার মানুষদের একসঙ্গে থাকা বা ঘোরার ক্ষেত্রে জাতি, বর্ণ, সম্প্রদায় একটা বড় বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগও ওঠে কিছু কিছু ক্ষেত্রে ৷ এই পরিস্থিতিতে ভ্যালেন্টাইন্স-ডে’র (Valentine Day 2025) আগে ভালোবাসার মানুষদের সুরক্ষার দাবিতে কলকাতায় এসএফআইয়ের (SFI) নয়া উদ্যোগ 'ভালোবাসার ইশতেহার' ৷
এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে অভিযোগ করেন, এই দিনগুলিতে দেশের বিভিন্ন প্রান্তে অ্যান্টি রোমিয়ো স্কোয়াডের বাড়বাড়ন্ত।এই দলের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যম এই 'ভালোবাসার ইশতেহার'।
এসএফআইয়ের রাসবিহারী আঞ্চলিক কমিটির উদ্যোগে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দু’দিনের একটি বুক স্টল শুরু হয়েছে ৷ আর এর প্রচারের শীর্ষক হল- "লড়তে শেখায় ভালোবাসা ৷ মগজ ও হৃদয়কে শানিত করতে আসছে... 'ভালোবাসার ইশতেহার' ৷" গান, ছবি আঁকা-সহ নানান কর্মসূচি থাকছে সেখানে ৷