বিরাট ব্রেকিং : গণকনভেনশনের আগে এ কী বার্তা অনিকেতের!

জুনিয়ার চিকিৎসকরা ২৬ অক্টোবর আরজি কর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে গণ কনভেনশনের আয়োজন করেছে। এই কনভেনশনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।

author-image
Debapriya Sarkar
আপডেট করা হয়েছে
New Update
Junior doctors

নিজস্ব প্রতিবেদন : ২১ অক্টোবর, ধর্মতলায় ১০ দফা দাবি আদায়ে চলমান অনশনের ১৭তম দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। এরপর তাঁরা অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। আরজি করের নির্যাতিতার বিচার ও হাসপাতালগুলিতে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আন্দোলন শুরু হয়েছিল ৯ অগাস্ট থেকে, যখন তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়।

junior doctors in dhamatala

জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন চরমে পৌঁছায়, বিশেষ করে যখন তাঁরা অনশনে বসেন। আন্দোলনকারী ডাক্তাররা শাসকের কাছে মাথা নোয়ানোর পরিবর্তে নিজেদের দাবি তুলে ধরতে দৃঢ়সংকল্পিত ছিলেন। নবান্নের বৈঠকের পর তাঁরা জানান, সরকারের কথার ওপর নির্ভর না করে নির্যাতিতার বাবা-মায়ের কথা মাথায় রেখেই তাঁরা অনশন প্রত্যাহার করছেন।

আজ অর্থাৎ ২৬ অক্টোবর আরজি কর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে গণ কনভেনশনের আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

c

অন্যদিকে, কল্যাণী মেডিক্যাল কলেজেও একই ধরনের গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু অধ্যক্ষ ঘূর্ণিঝড়ের কারণে সেই কর্মসূচি বাতিল করেছেন, যা বিতর্ক সৃষ্টি করেছে। তবে আরজি কর মেডিক্যাল কলেজের কনভেনশনের অনুমতি বাতিল হয়নি বলে জানান জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও কনভেনশনে অংশ নিতে না পারার কারণে শোক প্রকাশ করেছেন, তবে মানসিকভাবে সেখানেই থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

জুনিয়র ডাক্তারদের লড়াই অব্যাহত থাকবে, এবং তাঁরা আগামীতে আরও আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনা করছেন।