হাওড়া স্টেশনে ট্রেনের মাথার ওপর যুবক... দাউ দাউ করে জ্বলে উঠল দেহ

হাওড়া স্টেশনে যশবন্তপুর এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে এক ব্যক্তি হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন।

author-image
Tamalika Chakraborty
New Update
hosrah station

নিজস্ব সংবাদদাতা: হাওড়া স্টেশন চত্বর শুক্রবার গভীর রাতে এক অভাবনীয় ঘটনার সাক্ষী হয়ে ওঠে। যশবন্তপুর এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে এক ব্যক্তি হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তে তাঁর শরীর দাউদাউ করে জ্বলে ওঠে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশনে।

ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৭ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যশবন্তপুর এক্সপ্রেসে আচমকাই ছাদে উঠে পড়েন শম্ভু কুমার যাদব (৩৭)। হাইভোল্টেজ বৈদ্যুতিক তার স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তাঁর শরীর দাউদাউ করে জ্বলে ওঠে। ঘটনার পরপরই আরপিএফ জওয়ানরা ছুটে আসেন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের লোকেরা তাঁকে ঝাড়খণ্ডের বোকারোতে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন।

রেল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম শম্ভু কুমার যাদব। তিনি ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা। প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। হাওড়া স্টেশনে পর্যাপ্ত সিসিটিভি থাকলেও কীভাবে ওই ব্যক্তি ট্রেনের ছাদে উঠে পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, “স্টেশনে যথেষ্ট নজরদারি রয়েছে, কিন্তু কেউ লুকিয়ে ট্রেনের ছাদে উঠলে তা তাৎক্ষণিকভাবে আটকানো কঠিন।”

এই ঘটনায় রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা ভাবা হচ্ছে। ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতা রেলযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেছে।