নিজস্ব সংবাদদাতাঃ আর্থিক প্রতারণা (Financial Fraud)-র শিকার হলেন এক ব্যক্তি। সুধীর জাজ্ঞি নামের এক ব্যক্তি জানিয়েছেন যে এক ক্রেডিট কার্ডের মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।
এক অভিযোগ নামায় তিনি জানান, 'গত ১০ এপ্রিল আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে একটি ক্রেডিট কার্ড, যার শেষ নং ২৫৪৪ এর মাধ্যমে মোট তিন দফায় টাকা তোলা হয়েছে। একবার ৫৯০, ১১০ টাকা ও ৩০,৪২৯ টাকা ক্রেডিট হয়েছে। অথচ কোনওদিনই এরকম ক্রেডিট কার্ড আমার কাছে ছিল না।'
তাঁর বক্তব্য, বিষয়টি তৎক্ষণাৎ আইসিআইসিআই ব্যাঙ্কের জিল্যান্ডার হাউস শাখার কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেন। এরপর ব্যাঙ্ক কর্তৃপক্ষ সুধীরকে কাস্টোমার কেয়ার নম্বর ১৮০০১০৮০ -তে ফোন করার পরামর্শ দেন। সুধীরবাবুর বক্তব্য, 'ব্যাঙ্ক আমাকে সহায়তা করতে ব্যর্থ হয় এবং মূল শাখায় গিয়ে যোগাযোগ করতে বলে।'