নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেল ৫টায় জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধি দলকে তার বাসভবনে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
এই নিয়ে আন্দোলনকারী একজন ডাক্তার বলেছেন, "আমরা লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানিয়েছিলাম যাতে জনসাধারণকে মিটিংয়ের ভিতরে কী ঘটছে তা জানানো হয়। আমরা জানি না তাদের সমস্যা কী...আমরা বৈঠকের লাইভ স্ট্রিমিং দাবি করছি...আমাদের পাঁচটি দাবি হল খুবই ন্যায্য...জনগণ আমাদের সমর্থন করছে কারণ আমরা অরাজনৈতিক এবং আমরা সরকারের চাপের কাছে মাথা নত করিনি...আমরা আপোস করতে প্রস্তুত কিন্তু তারা যদি আমাদের দাবি না মানে তাহলে কোনও লাভ নেই আমাদের মিটিং এর জন্য ডাকার"।
এর আগেও বৈঠকের জন্য তাদের ডাকা হয়েছিল মুখ্যমন্ত্রীর বাসভবনে। সেখানেও নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত সেই বৈঠক সফল হতে পারেনি। ফলে আজকের বিকেলের এই বৈঠকের দিকে সকলের নজর রয়েছে। যদিও জুনিয়র ডাক্তাররা সরাসরি সম্প্রচারের যে দাবি করে আসছিল সেটা এবারেও পূরণ করবে না সরকার সেটা স্পষ্ট। তবুও এর ফলাফল শেষ পর্যন্ত কি হয় সেটা জানার জন্য বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।