কি ভেসে উঠল পুকুর থেকে? দুর্গা প্রতিমা নিরঞ্জনে সময় এ কী কাণ্ড!

আলিপুরদুয়ারে দুর্গা প্রতিমা নিরঞ্জনের দিন বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে পাপ্পা কুন্ডুর (২৮) মৃতদেহ উদ্ধার হয়। তাঁর রক্তাক্ত দেহ আলিপুরদুয়ার জংশন রেল পুকুরের দশমী ঘাটের কাছে পাওয়া যায়।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : দুর্গা প্রতিমা নিরঞ্জনের দিন, আনন্দের পরিবেশে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন পাপ্পা কুন্ডু (২৮)। কিন্তু আনন্দের বদলে তার পরিবারকে নিতে হলো শোক। আলিপুরদুয়ার শহরের আনন্দ নগরের বাসিন্দা পাপ্পার মৃতদেহ উদ্ধার হয় আলিপুরদুয়ার জংশন রেল পুকুরের দশমী ঘাটের পাশে।

publive-image

গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ পাপ্পা তাঁর বন্ধু সোনাই পালের সঙ্গে বেরিয়েছিলেন, কিন্তু রাতের পর তিনি আর ঘরে ফেরেননি। পরবর্তীতে, রাতের দিকে জংশন রেল হাসপাতাল পুকুরের কাছে তার রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়।

Idol

পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। পাপ্পার পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা ঘটনার প্রকৃত কারণ জানতে চান। এই ঘটনার ফলে এলাকায় আতঙ্কের ছায়া পড়েছে এবং স্থানীয় প্রশাসনের কার্যকলাপের দিকে নজর রাখা হচ্ছে।