ঝাঁকে ঝাঁকে বৃষ্টি! মণ্ডপে মণ্ডপে রঙিন ছাতার সমাহার

পুজোর শুরুতে আবহাওয়া মনোরম থাকলেও হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে এল বৃষ্টি। ছাতা মাথায় চলছে ঠাকুর দেখা।

author-image
Pallabi Sanyal
New Update
োোোোো

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : নবমীর সকাল গড়িয়ে দুপুর। ঝম ঝমিয়ে নামলো বৃষ্টি। দফায় দফায় কয়েক পশলা বৃষ্টিতে ভিজছে শহর। আর বৃষ্টিতে ছাতা মাথায় চলছে প্যান্ডেল হপিং। মণ্ডপে মণ্ডপে রঙিন ছাতার সমাহার। তবুও উপচে পড়া ভিড়। উৎসবের আর একদিন বাকি। শেষ মুহূর্তের সেলিব্রেশন নষ্ট করতে চাইছে না বাঙালিরা। তাই বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে প্রতিমা দর্শন।

hiren