শিয়ালদা থেকে বাতিল হয়ে গেল একগুচ্ছ ট্রেন

কোথায় কত ট্রেন বাতিল, দেখে নিন এক নজরে।

author-image
Adrita
New Update
দেরিতে চলছে ট্রেন! বেরোলেই দুর্ভোগ! এখনই ক্লিক করুন

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ নিত্য যাত্রীদের জন্য চিন্তার খবর। সূত্র মারফত জানা গিয়েছে যে, শিয়ালদা স্টেশন থেকে বাতিল হয়ে গেল একগুচ্ছ ট্রেন। বিস্তারিতভাবে জানা গিয়েছে যে, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে বাতিল হয়েছে মোট ৩৮ টি লোকাল ট্রেন। 

trainsfs.jpg

আসুন দেখে নিই শনিবার কোন কোন ট্রেন বাতিল হবে। জানা গিয়েছে শনিবার বনগাঁ-শিয়ালদা: ডাউন 33856, 33860 এবং  আপ 33861, 33863। হাসনাবাদ-শিয়ালদা: ডাউন 33538 এবং আপ 33533। এছাড়া, রবিবার বাতিল হচ্ছে, হাসনাবাদ-শিয়ালদা: ডাউন 33512, 33514 আপ 33511,33517। বনগাঁ-শিয়ালদা ডাউন 33812, 33814, 33818, 33820 এবং আপ 33811, 33813, 33815, 33817, মাঝেরহাট-বারাসাত: ইউপি 30351, দত্তপুকুর – শিয়ালদা: ডাউন 33616, বারাসত-বনগাঁ: ইউপি 33361, মাঝেরহাট-মধ্যমগ্রাম: ইউপি 30357 এবং ডাউন 30358। 

local train

এছাড়াও আরও জানা গিয়েছে যে, শনিবার বারাসাত থেকে চলবে বনগাঁ-শিয়ালদা: 33858 এবং শিয়ালদা-বনগাঁ: 33859। রবিবার বারাসাত থেকে চলবে বনগাঁ-শিয়ালদা: 33816, 33822, 33824, 33826, হাসনাবাদ-শিয়ালদা: 33516, 33518, বনগাঁ-মাঝেরহাট: 30344, হাসনাবাদ-বিবাদী ব্যাগ: 30322, মাঝেরহাট-হাসনাবাদ: 30361, শিয়ালদা-বনগাঁ: 33819, 33821, 33823,  শিয়ালদা-হাবরা: 33653, শিয়ালদা-গোবরডাঙ্গা: 33681, শিয়ালদা-গোবরডাঙ্গা: 33681, মাঝেরহাট-হাবড়া: 30333, শিয়ালদা-হাবরা: 33653, মাঝেরহাট-দত্তপুকুর: 30317.

publive-image