নিজস্ব সংবাদদাতাঃ নিত্য যাত্রীদের জন্য চিন্তার খবর। সূত্র মারফত জানা গিয়েছে যে, শিয়ালদা স্টেশন থেকে বাতিল হয়ে গেল একগুচ্ছ ট্রেন। বিস্তারিতভাবে জানা গিয়েছে যে, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে বাতিল হয়েছে মোট ৩৮ টি লোকাল ট্রেন।
/anm-bengali/media/media_files/PCdUxwieG8KIIb1bbWva.jpg)
আসুন দেখে নিই শনিবার কোন কোন ট্রেন বাতিল হবে। জানা গিয়েছে শনিবার বনগাঁ-শিয়ালদা: ডাউন 33856, 33860 এবং আপ 33861, 33863। হাসনাবাদ-শিয়ালদা: ডাউন 33538 এবং আপ 33533। এছাড়া, রবিবার বাতিল হচ্ছে, হাসনাবাদ-শিয়ালদা: ডাউন 33512, 33514 আপ 33511,33517। বনগাঁ-শিয়ালদা ডাউন 33812, 33814, 33818, 33820 এবং আপ 33811, 33813, 33815, 33817, মাঝেরহাট-বারাসাত: ইউপি 30351, দত্তপুকুর – শিয়ালদা: ডাউন 33616, বারাসত-বনগাঁ: ইউপি 33361, মাঝেরহাট-মধ্যমগ্রাম: ইউপি 30357 এবং ডাউন 30358।
/anm-bengali/media/media_files/9BeL8FKTbZxiHwX3Ndt2.jpg)
এছাড়াও আরও জানা গিয়েছে যে, শনিবার বারাসাত থেকে চলবে বনগাঁ-শিয়ালদা: 33858 এবং শিয়ালদা-বনগাঁ: 33859। রবিবার বারাসাত থেকে চলবে বনগাঁ-শিয়ালদা: 33816, 33822, 33824, 33826, হাসনাবাদ-শিয়ালদা: 33516, 33518, বনগাঁ-মাঝেরহাট: 30344, হাসনাবাদ-বিবাদী ব্যাগ: 30322, মাঝেরহাট-হাসনাবাদ: 30361, শিয়ালদা-বনগাঁ: 33819, 33821, 33823, শিয়ালদা-হাবরা: 33653, শিয়ালদা-গোবরডাঙ্গা: 33681, শিয়ালদা-গোবরডাঙ্গা: 33681, মাঝেরহাট-হাবড়া: 30333, শিয়ালদা-হাবরা: 33653, মাঝেরহাট-দত্তপুকুর: 30317.
/anm-bengali/media/media_files/train4jpeg)