নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’-এর ডাকা নবান্ন অভিযানকে ঘিরে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে একটি ভিডিও সকলের নজরে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, সেন্ট্রাল মেট্রো স্টেশন চত্বরে ঢুকে হকি স্টিক দিয়ে লালবাজার বিক্ষোভে বিজেপির এক অংশগ্রহণকারীকে মারধর করেছে কলকাতা পুলিশ।
/anm-bengali/media/media_files/k9PEXJJHW43OODiQbtg7.jpg)
প্রসঙ্গত, এক ভিডিওতে হকি স্টিক ও কলকাতা পুলিশের মারধর স্পষ্ট দেখানো হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে স্টেশন মাস্টারের কাছে যাত্রীরা লিখিত অভিযোগ জানিয়েছেন।
/anm-bengali/media/media_files/ULMRiVbSODfc6qOreZjN.jpeg)