নিজস্ব সংবাদদাতা: মধ্য কলকাতা থেকে বাংলাদেশেরবিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পার্কস্ট্রীট থানার পুলিশ। শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সেলিম মাতুব্বর। তাঁর কাছ থেকে রবি শর্মা নামের প্যানকার্ড, আধার কার্ড ও ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে পাওয়া সমস্ত নথি ভুয়ো।
গেস্ট হাউসের কর্মী বলেন, নাম রবি শর্মা। কিন্তু বার বার ইসলামিয়া হোটেলে ধৃত ব্যক্তিকে খেতে যেতে দেখা যেতো। সেই কারণেই সন্দেহ হয়েছিল। তবে স্থানীয়রা গত এক বছরে অনেকবার ধৃত বাংলাদেশীকে ওই গেস্ট হাউসে দেখেছেন। ধৃত বাংলাদেশের মাদারিপুরের বাসিন্দা বলে জানিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি-র নেতা বলে জানান। ২০১৩ সালে ওই ব্যক্তি প্রথম বাংলাদেশ থেকে বনগাঁয় আসেন। সেখানেই তিনি প্রথমে থাকা শুরু করেন। সেখান থেকেই তিনি জাল নথি তৈরি করেন। জাল আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট তৈরি করেন। ধৃত বাংলাদেশের নাগরিকের ভারতীয় জাল পাসপোর্টে নাম রয়েছে রবি শর্মা। জন্ম রাজস্থানের জয়পুরে। দিল্লি থেকে পাসপোর্ট ইস্যু করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।