BREAKING: জোশের সঙ্গে হুঁশ- সেনাদের মাঝে বলিষ্ঠ কণ্ঠে প্রতিরক্ষা মন্ত্রী!
শুধু ড্রোন বা মিসাইল নয়, তুরস্ক নিজেদের সেনাকেও পাঠিয়েছিল পাকিস্তানে; ভারতে আক্রমণ করতে
BREAKING: "জঙ্গিদের বোন'! কর্নেল সোফিয়া কুরেশিকে আক্রমণে মন্ত্রীকে ধমক দিল সুপ্রিম কোর্ট
BREAKING: আবার উত্তপ্ত উপত্যকা! আরো এক জঙ্গি শেষ
BREAKING: নিয়োগ দুর্নীতিতে প্রচুর টাকা তোলার অভিযোগ! প্রয়াত সেই তৃণমূল বিধায়ক
ধুলোর চাদরে ঢাকা উত্তর ভারত, বর্ষার আগে বিপজ্জনক লক্ষণ, সতর্কতা জারি!
জামিয়া মিলিয়া ক্যাম্পাসে ‘তিরঙ্গা মিছিল’, ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যে উদযাপন
গোয়ালডাঙা স্কুলে শিক্ষার নতুন দিগন্ত, উদ্বোধন করলেন জুন মালিয়া
আয়করে বড় ছাড়, মধ্যবিত্তের জন্য সুখবর জুলাই ২০২৫ থেকে

'নবান্ন থেকে বিরূপ প্রতিক্রিয়া এলে আরও বড় আন্দোলন হবে', স্পষ্ট বার্তা কিঞ্জলের

কলেজের অধ্যক্ষকে নবান্নে ডেকে পাঠানো হয়েছে এবং সেখান থেকে বিরূপ প্রতিক্রিয়া এলে আরও বৃহত্তর আন্দোলনের সূচনা হতে পারে, এমনটাই স্পষ্ট জানিয়েছেন কিঞ্জল নন্দ।

author-image
Debapriya Sarkar
New Update
Kinjal

নিজস্ব প্রতিবেদন : আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক-অধ্যাপকদের গণ ইস্তফার সিদ্ধান্তের পেছনে একটি বড় প্রতিবাদমূলক আন্দোলন চলছে। কিঞ্জল নন্দ এই পরিস্থিতিতে স্পষ্ট করেছেন যে, কলেজের অধ্যক্ষকে নবান্নে ডেকে পাঠানো হয়েছে এবং সেখান থেকে বিরূপ প্রতিক্রিয়া এলে আরও বৃহত্তর আন্দোলনের সূচনা হতে পারে। জুনিয়র ডাক্তাররা সিনিয়র ফ্যাকাল্টিদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছেন যে, তারা "থ্রেট কালচার" তথা আতঙ্কের পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

Kinjal

এই আন্দোলনের মূল উদ্দেশ্য হল চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা এবং একটি স্বাস্থ্যকর কর্মপরিবেশ তৈরি করা। আন্দোলনের অংশ হিসেবে জুনিয়র ডাক্তাররা ১০ দফা দাবিতে আমরণ অনশনে বসছেন, যা তাঁদের ক্ষোভ এবং উদ্বেগের প্রতিফলন। তাঁরা বলছেন, গত সাড়ে ৩ বছরে আর জি কর মেডিক্যাল কলেজে পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে, যা চিকিৎসার গুণমান ও রোগীদের সুরক্ষাকে হুমকির মুখে ফেলছে।

Kinjal

কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যাপক-চিকিৎসকরা স্বাস্থ্য ভবনকে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা না হলে গণ ইস্তফার পথে যেতে হবে। তাঁদের দাবি, প্রশাসনিক প্রধানদের আরও সংবেদনশীল হতে হবে এবং রোগী সেবার ক্ষেত্রে তাদের দায়িত্ব ভুলে যেতে পারবে না। তাঁরা মনে করছেন যে, চিকিৎসা সেবা শুধু চিকিৎসক এবং হাসপাতালের কর্মচারীদের নয়, বরং সরকারেরও দায়িত্ব। তাঁদের অভিমত, অভয়ার মতো ঘৃণ্য ঘটনার পুনরাবৃত্তি এড়াতে পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যমন্ত্রীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।