পুড়ল কপাল, এবার ৯৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল!

শিক্ষক নিয়োগ মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতে ৯৬ জনের টেট পাশ নিয়ে সংশয় প্রকাশ করে। সিবিআই এই ৯৬ জন শিক্ষকের তালিকা তৈরি করে, যাঁদের মধ্যে ৯৪ জন টেট পাশ করেননি বলে অভিযোগ।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ হাইকোর্ট নির্দেশের পর এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে নির্দেশ দিল নিয়োগ বাতিল করার। হাইকোর্টের নির্দেশে ৯৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হল এবার। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ আগেই নির্দেশ দিয়েছিল এই চাকরি বাতিলের। সূত্রে খবর, শুক্রবার রাতে ডিপিএসসির চেয়ারম্যানদের কাছে পর্ষদের চিঠি পৌঁছেছে। ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিলের কথা বলা হয়েছে সেখানে। ২০১৪ ও ২০১৭ সালের টেটে বেনিয়ম করে তাঁরা চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এরপরই মামলা হয় হাইকোর্টে। এই ৯৪ জন আদালতে টেট পাশের কোনও নথি দেখাতে পারেননি।

hire