হাতে গোলাপ নিয়ে জুনিয়র চিকিৎসকদের অপেক্ষায় ৮০ বছরের বৃদ্ধা! কী বললেন তিনি

হাতে গোলাপ নিয়ে জুনিয়র চিকিৎসকদের অপেক্ষায় ৮০ বছরের বৃদ্ধা।

author-image
Tamalika Chakraborty
New Update
old woman junior doctors

নিজস্ব সংবাদদাতা: আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সে মিছিল করছেন জুনিয়র চিকিৎসকরা। বিশাল সেই মিছিলে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ যোগ দিয়েছেন। পাশাপাশি যোগ দিয়েছেন অনেক সেলিব্রেটিরাও।  দাঁতে দাঁত চেপে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করে চলেছেন। তাঁদের দাবির অনেকটাই মেনে নিয়েছে রাজ্য সরকার। তাঁদের অভিন্দন জানানতে রাস্তায় গোলাপ হাতে দাঁড়িয়ে রয়েছে ৮০ বছরের বৃদ্ধা। 

Junior doctors

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "চিকিৎসকরা গত দেড় মাস ধরে যে প্রতিবাদটা করলেন তা অভূতপূর্ব।  তাঁদের সাহায্য করতে রাজ্যের সমস্ত মানুষ এক হয়ে গেছে। আমি পারিনি। আমি এই বৃদ্ধ বয়সেও বাড়িতে থাকতে পারিনি। বার বার ওদের কাছে গেছি। আজ ওরা অবস্থান তুলেছেন। ওদের অভিনন্দন জানাতে গোলাপ নিয়ে আমি এখানে অপেক্ষা করছি।"

Mamata Banerjee and Junior doctors meeting

অন্যদিকে, জুনিয়র চিকিৎসকরা আরজি কর কাণ্ডে হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ইমেল করেছিলেন। রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী  জানান, আমরা যা করার করব, কিন্তু রাজ্য সরকারের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। কীভাবে বাংলায় হাসপাতাল চলছে, কী ঘটছে, সবাই দেখছে।' অন্যদিকে, জুনিয়র চিকিৎসকরা তাঁদের কর্মবিরতি তুলে নিয়েছেন আংশিকভাবে। শনিবার থেকে তাঁরা জরুরি বিভাগে কাজে যোগ দেবেন। তবে আন্দোলন তাঁরা থামাবে না। রাজ্য সরকার প্রতিশ্রুতি পূরণ না করলে ফের কঠোর অবস্থানে যাবেন জুনিয়র চিকিৎসকরা বলে জানিয়ে দিয়েছেন। 

 tamacha4.jpeg