নিজস্ব সংবাদদাতা: গোটা রাজ্যে ক্রমে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সবথেকে বেশি আশঙ্কা ছড়িয়েছে গ্রামাঞ্চলে। ইতিমধ্যে কয়েকটি জেলার বেশ কিছু গ্রামাঞ্চলকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করে দিয়েছে প্রশাসন। রাজ্যের সাতটি জেলা এখন ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। সে জেলাগুলি হল উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, মালদা এবং হুগলি। মশাবাহিত এই রোগের বিস্তার আটকাতে প্রশাসন জারি করেছে নতুন সতর্কতা। যদিও প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে।