নিজস্ব সংবাদদাতা: ফের ঘাটতি বাজেটের গেরোয় কলকাতা পুরসভা। কলকাতা পুরসভায় ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ। এবছর প্রায় ৬৭০ কোটি টাকা কম ঢুকেছে কলকাতা পুরসভার কোষাগারে।
আজই ২০২৪-’২৫ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আর সেখানেই এই বিপুল ঘাটতির খতিয়ান তুলে ধরেছেন তিনি।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)