নিজস্ব প্রতিবেদন : শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান রথেন্দ্র রমন সম্প্রতি এএনএম নিউজের সাথে একচেটিয়া সাক্ষাৎকারে বলেন, কলকাতা ও হলদিয়া বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে ৩০টি জাহাজ ডক করা হয়েছে। তিনি জানান, এর মধ্যে ১৬টি জাহাজ কলকাতায় এবং ১৪টি হলদিয়ায় শক্তভাবে নোঙর করা হয়েছে।
রমন আরও বলেন, "আমরা ঝড়ের সম্ভাবনা বিবেচনায় নিয়ে জাহাজ ডাকা ৪৮ ঘণ্টা আগে বন্ধ করে দিয়েছি।" বিপদের সময় সাড়া দেওয়ার জন্য ছয়টি জরুরি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। আইএমডির রিপোর্ট অনুসারে, বাতাস ও বৃষ্টি বহনকারী মেঘগুলো কিছুটা সরে গেছে, ফলে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হতে শুরু করেছে।
একজন কর্মকর্তা উল্লেখ করেন, "আমাদের অবকাঠামো ঘূর্ণিঝড়ের আঘাত বহন করার জন্য প্রস্তুত, তবে আমরা কোনো সুযোগ নিচ্ছি না।" কর্তৃপক্ষ সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকছে, যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হলে দ্রুত সাড়া দেওয়া যায়।