নিজস্ব সংবাদদাতা: আরজি কর মামলায় প্রথমেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন সিবিআইয়ের তদন্ত চেয়ে মামলা করবেন হাইকোর্টে। এদিন সেই মামলার আবেদনও করেন তিনি। তবে সপ্তাহের শুরুতেই আরজি কর কাণ্ড নিয়ে প্রায় ৫টি মামলা জমা পড়ল হাইকোর্টে। যার মধ্যে আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচী করেছেন ২টি মামলা। শুভেন্দু অধিকারী করেছেন ১টি মামলা। এছাড়া আরও দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই সব কটিই চিকিৎসকের নির্মম হত্যাকে কেন্দ্র করে। এছাড়াও এর সাথে যুক্ত হয়েছে রাজ্যে নারীদের নিরাপত্তা, রাজ্য পুলিশের বিরুদ্ধে মামলা এছাড়া রাজ্যের বিরুদ্ধের একাধিক বিষয়। যা জানা যাচ্ছে, সবকটি মামলারই শুনানি হতে পারে আগামীকাল।