নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে যে নিম্নচাপ তৈরী হয়েছে তার প্রভাবে হবে বৃষ্টি।
/anm-bengali/media/media_files/acii96tN9d5g8Slp0WDh.jpg)
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে আজ চার জেলায়। আগামী ১-২ ঘণ্টায় ভিজবে বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা।
/anm-bengali/media/media_files/hwn9CXuWAxAIt94urN2h.jpg)
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেখানে। সতর্কতা রয়েছে বজ্রপাতেরও।
/anm-bengali/media/media_files/HJgjOSBDdJiqUa5qfimm.webp)