বরবিশায় কালী প্রতিমার আশ্চর্য রূপ : ৫৫ তম পুজো বার্ষিকীতে থাকছে দারুন চমক

বারবিশার বিবেকানন্দ ক্লাবের ৩৩ ফুট উচ্চতার কালী প্রতিমার নির্মাণ কাজ শুরু হয়েছে। এই প্রতিমা নির্মাণের উদ্যোগ দুর্গাপুজোর আগে থেকে নেওয়া হয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
Kali

নিজস্ব প্রতিবেদন : বারবিশার বিবেকানন্দ ক্লাবের ৩৩ ফুট উচ্চতার কালী প্রতিমার নির্মাণ কাজ শুরু হয়েছে। এই প্রতিমা নির্মাণের উদ্যোগ দুর্গাপুজোর আগে থেকে নেওয়া হয়েছে এবং এটি এলাকা ও সামাজিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে।

kali2

বারবিশা চৌপথী সংলগ্ন ক্লাবের পাশে প্রতিমাটি তৈরি হচ্ছে, যা ১৩ দিন ব্যাপী মেলা উপলক্ষে থাকবে। মেলা অনুষ্ঠিত হবে বারবিশা হাইস্কুল মাঠে, যেখানে মুক্তমঞ্চে যাত্রাপালা, বাউল গান, কবিগানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

kalima

এবারের পুজো ও মেলা ৫৫তম বর্ষে পদার্পণ করেছে, যা এলাকার মানুষের কাছে বিশেষ গুরুত্ব রাখে। প্রতিবছরের মতো, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও অসম ও ভুটান থেকে বহু দর্শক এখানে আসেন। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, প্রতিমার কাজ দ্রুততার সঙ্গে চলছে এবং দর্শকদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।