নিজস্ব সংবাদদাতা: বাংলায় কাজ নেই বলে অভিযোগ তোলে বারবার বিরোধীরা। সরকারি বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ নিয়ে সমস্যা হচ্ছে। বাংলায় বেসরকারি ক্ষেত্রেও চাকরি হচ্ছে না বলে বিরোধীদের অভিযোগ। এই পরিস্থিতিতে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের (NSO) একটি তথ্য বলছে যে সাত বছরে অসংগঠিত ক্ষেত্রে বাংলায় কাজ হারিয়ে ফেলেছেন ৩০ লক্ষ মানুষ। সেখানে এই সময়ের মধ্যেই মহারাষ্ট্রে আরও ২৪ লক্ষ মানুষ কাজ পেয়েছেন।
২০১৫-১৬ অর্থবর্ষের সার্ভের সঙ্গে ২০২২-২৩ অর্থবর্ষের সার্ভের তুলনা করে দেখা যাচ্ছে, ২৮টি রাজ্যের মধ্যে ১৩টি রাজ্যে অসংগঠিত ক্ষেত্রে বেকার হয়েছে মানুষ। তিনটি কেন্দ্র শাসিত অঞ্চলেও অসংগঠিত ক্ষেত্রে চাকরিহারা অনেকে।