নিজস্ব সংবাদদাতা: ঢাকুরিয়ায় (Dhakuria) প্রকাশ্যে ছিনতাই কাণ্ডে গ্রেফতার ৩ দুষ্কৃতী। প্রকাশ্যে মহিলাকে হুমকি দিয়ে হার ছিনতাই করেছিল ওই তিনজন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় দুষ্কৃতীদের। তাদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ দায়ের হয়েছিল । গ্রেফতার তিনজনের নাম বাপি সরকার, বাপ্পা সরকার, অমিত মণ্ডল। এলাকায় নজরদারি আরও বাড়ানোর আশ্বাস পুলিশ কমিশনারের। দুষ্কৃতীকে ৪ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজত।