নিজস্ব সংবাদদাতাঃ SSC মামলা নিয়ে রাজ্য জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। SSC মামলায় কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। স্বস্তি পেয়েছিল হাজার হাজার চাকরি প্রার্থীরা। সুপ্রিম কোর্ট জানিয়েছিল যত দিন বিচার প্রক্রিয়া চলবে তত দিন চাকরি থাকবে সবার।
প্রসঙ্গত, আগামী ১৬ই জুলাই সুপ্রিম কোর্টে SSC ২০১৬ চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। শুনানির আগেই যোগ্যদের চাকরি বাঁচাতে তৎপর হয়েছে স্কুল সার্ভিস কমিশন। পর্ষদের সঙ্গে এসএসসির সুপারিশের যে পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা দিতে জোরকদমে কাজ করছে স্কুল সার্ভিস কমিশন।
জানা গিয়েছে, তথ্যগত ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাবে স্কুল সার্ভিস কমিশন। পর্ষদের নিয়োগ ও SSC-এর সুপারিশের হিসেব মিলছে না, তাই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্কুল সার্ভিস কমিশন বর্তমানে যে তথ্য পেশ করতে চলেছেন তা আগের দেওয়া তথ্যের সঙ্গে না মিললে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে।