নিজস্ব সংবাদদাতা: আর জি করে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রেক্ষিতে উঠে এল দীর্ঘকাল আর জি করের ভেতরে চলতে থাকা নানা দুর্নীতির ঘটনা। এরই মাঝে উঠে এল প্রায় ২৩ বছর আগে আরেক ডাক্তারি ছাত্রের মৃত্যুর ঘটনা যা রহস্য পাকিয়েছিল। বাম জমানায় আর জি কর হাসপাতালে খুন হওয়া ডাক্তারি পড়ুয়া ছাত্রের মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে। এবার সেই মামলা নতুন করে খোলার আর্জি জানালেন মৃতের ভাই শান্তনু বিশ্বাস।
সম্প্রতি তিনি আর্জি করতেই নড়েচড়ে বসেছে এই তৃণমূল সরকার। ডাক্তারি পড়ুয়া ছাত্রদের হস্টেলে পর্নোগ্রাফির শ্যুটিং চলার অভিযোগ ছিল। তারই প্রতিবাদ করাতেই নাকি খুন হতে হয় সৌমিত্র বিশ্বাস নামক ডাক্তারি পড়ুয়া ছাত্রকে। এই অভিযোগ করেন সৌমিত্রর মা। ঘটনার ২৩ বছর পর বাম জমানায় ধামাচাপা পড়ে যাওয়া সেই বিশেষ কেস নতুন করে খোলার আর্জি জানানোর পর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।
২০০১ সালে আর জি করের চিকিৎসক সৌমিত্র বিশ্বাসের মৃত্যুতে তৎকালীন এসএফআই নেতা ও এক জুনিয়র চিকিৎসক জড়িত ছিলেন বলে সন্দেহ। নিহতের পরিবার কখনওই আত্মহত্যার তত্ত্বকে সমর্থন করেনি। সেই সময় প্রথম সামনে আসে আর জি করে জারি থাকা পর্ন সংস্কৃতি যা নিয়ে মুখ খোলে তৎকালীন এসইউসিআই। সম্প্রতি সেই অভিযোগে ফের আলোচনায় ওঠেন বর্তমান জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সামনের সারিতে থাকা এক সিনিয়র চিকিত্সক।