২১ জুলাই ডিম-ভাত থাকছেই! আর কী কী মেনুতে?

আগামীকাল ২১ জুলাই উপলক্ষ্যে ধর্মতলায় বিশাল জনসমাবেশ রয়েছে তৃণমূলের। তবে কাল থেকেই বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে মানুষ আসতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। তাদের জন্য খাবারের বিশেষ আয়োজন রয়েছে। ডিম-ভাত ছাড়াও আর কী থাকছে তালিকায়?

author-image
Anusmita Bhattacharya
New Update
eggrice

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই ২১ জুলাই অর্থাৎ তৃণমূলের শহিদ দিবস। সাজো সাজো রব। কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়াম ও সল্টলেকের সেন্ট্রাল পার্কে ক্রমেই বাড়ছে  রাজ্যের নানা প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকদের ভিড়। সকলের জন্য আয়োজন করা হয়েছে ডিম-ভাতের। সঙ্গে আর কী কী রাখা হয়েছে সেই মেনুতে? 

গীতাঞ্জলি স্টেডিয়ামে মেনুতে থাকছে সয়াবিনের তরকারি আর ডিম-ভাত। সল্টলেকের সেন্ট্রাল পার্কে মেনুতে রয়েছে তৃণমূলের 'ট্রেডমার্ক' ডিম-ভাতের আয়োজন। উত্তর হাওড়ার শ্যাম গার্ডেন ও শ্রীরাম বাটিকায় মেনুতে থাকছে ভাত, ডাল, আলু-পটলের তরকারি ও ডিম। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, শিয়ালদাসহ একাধিক অঞ্চলে তৃণমূলের বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। ডিম-ভাতের পাশাপাশি নিরামিষভোজীদের জন্য থাকছে আলু-পটলের সবজি, ডাল, আলু সেদ্ধর ব্যবস্থাও।