নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই ২১ জুলাই অর্থাৎ তৃণমূলের শহিদ দিবস। সাজো সাজো রব। কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়াম ও সল্টলেকের সেন্ট্রাল পার্কে ক্রমেই বাড়ছে রাজ্যের নানা প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকদের ভিড়। সকলের জন্য আয়োজন করা হয়েছে ডিম-ভাতের। সঙ্গে আর কী কী রাখা হয়েছে সেই মেনুতে?
গীতাঞ্জলি স্টেডিয়ামে মেনুতে থাকছে সয়াবিনের তরকারি আর ডিম-ভাত। সল্টলেকের সেন্ট্রাল পার্কে মেনুতে রয়েছে তৃণমূলের 'ট্রেডমার্ক' ডিম-ভাতের আয়োজন। উত্তর হাওড়ার শ্যাম গার্ডেন ও শ্রীরাম বাটিকায় মেনুতে থাকছে ভাত, ডাল, আলু-পটলের তরকারি ও ডিম। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, শিয়ালদাসহ একাধিক অঞ্চলে তৃণমূলের বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। ডিম-ভাতের পাশাপাশি নিরামিষভোজীদের জন্য থাকছে আলু-পটলের সবজি, ডাল, আলু সেদ্ধর ব্যবস্থাও।