নিজস্ব সংবাদদাতা:রাহু হল ছায়াগ্রহ বা পাপীগ্রহ ৷ ২০২৫-এ ১৮ বছর পরে রাহু শনির রাশিতে খেলবে ৷ আগামী বছরের ১৮ মে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভতে প্রবেশ করবে ৷ সেই সময়ে ন্যায় ও কর্মফলদাতা শনি থাকবে বৃহস্পতির রাশি মীনে ৷ বছরের শেষ পর্যন্ত কুম্ভতেই থাকবে রাহু ৷ ২০২৫-এ রাহু, শনির রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে ৩ রাশির জন্য ভাগ্যের দরজা খুলবে ৷ চাকরি ও কেরিয়ারে ব্যাপক উন্নতি হবে ৷
রাহুর গোচরের ফলে ঠিক কোন কোন রাশির জাতক-জাতিকতাদের জন্য ভাল সময় আসছে ?
বৃষ: জাতক-জাতিকাদের জন্য পরিস্থিতি অত্যন্ত ভাল ও সুখকর হবে।এবার মোটা টাকা পাবেন হাতে ৷ আত্মবিশ্বহাস থাকবে ৷ আয়ের নতুন নতুন উৎস পাবেন ।
কন্যা: রাহুর পরিস্থিতি অনুকূল আমনসিক শান্তি ডেকে আনবে সংসারে । রাহু গোচরের ফলে জীবনে অত্যন্ত বড়সড় মুহূর্ত আসছে ৷ বিনিয়োগের জন্য ভাল সময় আসছে ৷ বিবাহিতদের জন্য দাম্পত্য জীবন আরও সুখের হবে ৷