বড় খবরঃ বাংলায় ফের মমতা নাকি মোদী! সমীক্ষা ঘিরে জল্পনা জোড়তাড়

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পর কোন দল সরকার গঠন করবে তা নিয়ে উঠছে প্রশ্ন। মমতা নাকি মোদী? এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এই নিয়ে সমীক্ষাও করা হয়েছে।

author-image
Probha Rani Das
New Update
৪৪৪৪৪৪

নিজস্ব সংবাদদাতাঃ সামনেই সংগঠিত হবে লোকসভা নির্বাচন। দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি ঠিকই তবে ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। লোকসভা ভোটের মরশুমে কোন রাজ্যে কোন রাজনৈতিক দল কেমন পারফরমেন্স করতে চলেছে সেই নিয়ে আলোচনা এখন তুঙ্গে

ইতিমধ্যেই কিছু সমীক্ষার দ্বারা মুড অফ দ্য নেশন’ প্রকাশ পেয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী বাংলায় এবার লোকসভা ভোটে ফের জয় হবে 'মা-মাটি-মানুষের' তৃণমূলেরই

সমীক্ষা বলছে, ২০২৪ লোকসভা ভোটে রাজ্যে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস৪২টি আসনের মধ্যে সবথেকে বেশি আসন নিজেদের ঝুলিতে ভরবে ঘাসফুল শিবির। তবে বাংলায় তেজ বাড়াবে গেরুয়া শিবির। বিজেপির আসনসংখ্যা বাড়বে এমন তথ্যই কিন্তু দিচ্ছে সমীক্ষা।

সমীক্ষা অনুযায়ী, বাংলার শাসকদল তৃণমূল পাবে ২২টি আসন। আর বিজেপি পেতে চলেছে ১৯টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসন। এবার ফিরে দেখা যাক ২০১৯ সালের পরিসংখ্যান। গত লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২২টি আসন। এবারও তা অপরিবর্তিতই থাকবে এমনই দাবি করছে সমীক্ষা। এদিকে সেই বার বিজেপি জিতেছিল ১৮টি আসন। কংগ্রেস পেয়েছিল ২টি আসন।

বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলেছে। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিয়েছেন ৪২ আসনেই প্রার্থী দিচ্ছে দল। অর্থাত্‍ বাংলায় কংগ্রেসের সাথে তৃণমূল জোট হচ্ছে না। তবে এতে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হচ্ছে না।