প্রকাশিত হলো পুজোয় মেট্রো পরিষেবার সময় সূচি, দেখে নিন এক নজরে

রাতভর চলবে মেট্রো। প্রকাশিত হলো ২০২৪ দুর্গাপূজার মেট্রো পরিষেবার সময় সূচি।

author-image
Debapriya Sarkar
New Update
kolkata-metro-line-2_0_1200

নিজস্ব প্রতিবেদন : দুর্গা পুজোয় মেট্রো যাত্রীদের জন্য বড়সড় ঘোষণা। মেট্রো রেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, কবি সুভাষ থেকে দক্ষিণশ্বর এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে রাতভর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। কবি সুভাষ (নিউ গড়িয়া) ও দক্ষিণেশ্বরের মধ্যে গত বছরের মতো এবারও রাতভর মেট্রো পরিষেবা চালু থাকবে। সিনিয়র অফিসারদের মতে, সপ্তমী, অষ্টমী ও নবমীতে যাত্রীরা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রাতভর মেট্রো পরিষেবা উপভোগ করতে পারবেন। এই তিন দিনে মোট ১২৪টি করে ২৪৮টি মেট্রো পরিষেবা দেওয়া হবে, যা হাওড়া ও পাশ্ববর্তী জেলা থেকে পুজো দেখতে আসা যাত্রীদের জন্য একটি বিশেষ সুবিধা।

publive-image

অন্যান্য দিনগুলোর পরিষেবা-

দশমী: ১৭৪টি মেট্রো পরিষেবা

একাদশী : ১৩০টি মেট্রো পরিষেবা

দ্বাদশী ও ত্রয়দশী: প্রতিদিন ২৩৬টি করে মেট্রো পরিষেবা

publive-image

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পুজোর সময় হাওড়া ময়দান থেকে রাত ১:৩০ মিনিটে পরিষেবা শুরু হবে এবং এসপ্ল্যানেড থেকে শেষ ট্রেন রাত ১:৪৫ মিনিট নাগাদ ছাড়বে। এর ফলে, যাত্রীরা সারাদিনে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা মেট্রো পরিষেবা পাবেন।

publive-image

publive-image

গ্রীণ লাইন পরিষেবা

সল্টলেক বা ভিআইপি রোড বরাবর পুজো দেখতে ইচ্ছুক যাত্রীদের জন্য শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রীণ লাইন পরিষেবা খোলা থাকবে। এই শাখায় রাত ১:০০ টায় প্রথম ট্রেন ছাড়বে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে রাত সাড়ে ১১ টায় শেষ পরিষেবা মিলবে। এই উদ্যোগের ফলে দুর্গা পুজোর সময় যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে, এবং তারা পুজোর আনন্দের সঙ্গে সঙ্গে মেট্রো পরিষেবার সুবিধাও উপভোগ করতে পারবেন।

publive-image