নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার আবদুল বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাট থেকে প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার করল ইডি। তাঁর বসিরহাটের ফ্ল্যাট থেকে প্রায় ৯ ঘণ্টা ২০ মিনিট ধরে অভিযান চালানোর পর বেরিয়ে যান ইডির আধিকারিকরা। সংগ্রামপুরে বারিকের বাড়ি থেকে দুপুর ২টো ২০ মিনিট নাগাদ বেরিয়ে যান তাঁরা।
/anm-bengali/media/post_attachments/ec1587ecb058813c137a1fc98b864d642fcec2b9a6edb8fcf884ee294b428a50.webp)
জানা যায় যে রেশন দু্র্নীতির তদন্তের জন্য বারিকের বসিরহাটের বাড়ি এবং রাজারহাটের ফ্ল্যাটে যায় ইডি। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের 'ঘনিষ্ঠ' নাকি এই বারিক। সংগ্রামপুরের বাড়ির কাছেই তাঁর চালকল। দুই জায়গাতেই চলেছে তল্লাশি।
/anm-bengali/media/post_attachments/5c718c942e320921bec70ab611c60621ea6a5973242f23e0a65d0e14a210b996.webp)