২ বাসের রেষারেষির জের, ফের প্রাণ হারালো স্কুল পড়ুয়া

উত্তেজিত জনতা ছাত্রের দেহ আটকে সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vghhgfhj

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দুর্ঘটনায় ফের মৃত্যু এক স্কুল ছাত্রের। দুই বাসের রেষারেষির মাঝে পড়ে প্রাণ খোয়াতে হল এক চতুর্থ শ্রেণির পড়ুয়াকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত সল্টলেকের ২ নম্বর গেট চত্বর। যার প্রভাব পড়ে বাইপাসেও।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতিতে রেষারেষি করছিল একই রুটের ২টি বেসরকারি বাস। সেই সময় ওই রাস্তা দিয়েই মায়ের সাথে বাড়ি ফিরছিল চতুর্থ শ্রেণির ওই পড়ুয়া। আচমকায় রেষারেষির সময় একটি বাস তাঁদের স্কুটিতে গিয়ে সজোরে ধাক্কা মারে। তখনই স্কুটি থেকে পড়ে যান দুজনেই। বাসের ধাক্কাতেই ঘটনাস্থলে প্রাণ হারায় ওই ছাত্র। আর তার মা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। 

gjhffhjj

এরপরই উত্তেজিত জনতা ছাত্রের দেহ আটকে সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করে। বেশ কয়েকটি গাড়ির কাঁচও ভেঙ্গে দেয় ক্ষিপ্ত জনতা। একটা সময় এমনই হয়, যে এই ঘটনার জেরে উল্টোডাঙা চত্বরে গাড়ির লাইন পড়ে যায়। ই এম বাইপাসে তীব্র যানজটের সৃষ্টি হয়। 
প্রায় দীর্ঘক্ষণ পড়ে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঐ মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেই জানা যাচ্ছে। 

bgtyjjutgry