নিজস্ব সংবাদদাতা: এবার মুর্শিদাবাদ থেকে জাল পাসপোর্ট চক্রের দুই পান্ডা গ্রেফতার। হরিহরপাড়া থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের নাম মোহাম্মদ আব্বাস আলী ও মিনারুল শেখ। যেত আব্বাস ও মিনারুল ইউ এ পি এ ধারায় অভিযুক্ত। ধৃতদের কাছ থেকে উদ্ধার চারটি মোবাইল ফোন, দুটি পেনড্রাইভ।
জামাতুল মুজাহিদীনের সঙ্গে ধৃতদের সংযোগ থাকতে পারে বলে আর অনুমান।