সুপ্রিম কোর্টে দুই অভিষেক ও JUSTICE গঙ্গোপাধ্যায়! কেন সরছেন বিচারপতি?

দুই অভিষেকের আক্রমণ আর সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরতে হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। কে এই দুই অভিষেক?

author-image
Anusmita Bhattacharya
New Update
abhijit6

নিজস্ব সংবাদদাতা: এক অভিষেক মামলা করেছিলেন। তাঁর হয়ে সওয়াল করেছেন আর এক অভিষেক। সুপ্রিম কোর্টে (Supreme Court) এই দুই অভিষেকের কারণেই কলকাতা হাই কোর্টে (High Court) নিয়োগ সংক্রান্ত মামলা (Recruitment Scam Case) থেকে সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Ganguly)? নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় রায় দেন যে প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই (CBI) ও ইডি (ED)। চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান অভিষেক। তাঁর হয়ে সওয়াল করেন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ (Rajya Sabha MP) এবং আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি (Abhishek Manu Singhvi)। অভিযোগ ছিল, নিয়োগ মামলার সঙ্গে অভিষেকের সম্পর্ক না থাকলেও সিবিআই-ইডিকে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে। হাই কোর্ট ‘ভিত্তিহীন ভাবে দোষারোপ’ করেছে।