নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে পেরিয়ে গেল ১৫টা দিন। অথচ এখনও আরজি কর ঘটনার কোনও নিষ্পত্তি হল না। ধীরে ধীরে নিরাশা ঘিরে ধরছে যেন সকল প্রতিবাদীকেই। যারা এখনও দফায় দফায় প্রতিবাদ দেখিয়ে যাচ্ছেন, সকলের একটাই প্রশ্ন আর কতদিন? কবে মিলবে সঠিক বিচার?
সিবিআই-এর হাতে মামলা গেছে আজ ১০ দিন। কিন্তু তদন্তের গতি প্রকৃতি যেই কে সেই। গ্রেফতারির তালিকাতে সংখ্যাটা এখনও ১। বদলের মাঝে বদল ঘটেছে শুধুমাত্র আরজি করের নিরাপত্তায়। গতকাল থেকে আরজি করকে নিরাপত্তা দিচ্ছে সিআইএসএফ। বাদ বাকি সব একই নিয়মে চলছে। আরজি করের দেওয়ালে কান পাতলে শোনা যাচ্ছে একটাই কথা, কবে আবার আরজি কর পুরনো ছন্দে ফিরবে? আদৌ কি ফিরবে…?
#WATCH | Kolkata, West Bengal: Visuals from RG Kar Medical College & Hospital where the students have been protesting against the sexual assault and murder of a woman post-graduate trainee (PGT) doctor on August 9.