নিজস্ব সংবাদদাতা: কীভাবে আরজি কর মেডিক্যালে দুর্নীতি? সব দেখেও কী ভাবে চোখ বুজে থেকেছে স্বাস্থ্য দফতর’, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৩৭ পাতার সেই নথিই তুলে দিলেন জুনিয়র ডাক্তাররা। গতকাল যে নথি নিয়ে নবান্নে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, সেই সব নথিই মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়ে এসেছেন তারা। কেননা বৈঠক চলাকালীন সেই সংক্রান্ত বিষয়ে কথা বলতে দেননি মুখ্যমন্ত্রী। তবে সেই নথিতেই রয়েছে, কেন স্বাস্থ্যসচিবের পদত্যাগ দাবি করেছেন তারা। তাই সেই নথি গুরুত্বপূর্ণ। সেই সকল নথিই জুনিয়র ডাক্তাররা জমা দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে।
অভিযোগ, বেশি দাম দেখিয়ে হাসপাতালের যন্ত্রাংশ কিনেছেন সন্দীপ ঘোষ। করোনার সময় পৌনে ২ লক্ষ টাকার যন্ত্র কেনা হয়েছে, ৪ লক্ষ ৩০ হাজার টাকায়। মা তারা ট্রেডার্সকে বেআইনি ভাবে কয়েক কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। একই সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছে ওষুধ থেকে চিরুনির বরাত। ওষুধ সরবরাহকারী ব্যবসায়ীর থেকে কেনা হয়েছে সোফা সেট’, নবান্নের বৈঠকে নথি তুলে দিয়ে দাবি জুনিয়র ডাক্তারদের। মৃতদেহ নিয়ে দুর্নীতির অভিযোগও তুলে ধরা হয়েছে অভিযোগপত্রে।