জুনিয়র চিকিৎসকদের ১২ ঘণ্টার প্রতীকী অনশনে আট বছরের রস্মিতা!

১২ ঘণ্টার প্রতীকী অনশনে আট বছরের রস্মিতা।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2024-10-13 at 9.36.54 PM

নিজস্ব সংবাদদাতা:  জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে ক্রমাগত সমর্থন করছেন সাধারণ মানুষ। জুনিয়র চিকিৎসকদের অনশন ইতিমধ্যে আট দিন পেরিয়ে গেছে। ইতিমধ্যে সরকাররে তরফে কোনও ইতিবাচক ভূমিকা নিতে দেখা যায়নি বলে জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করেছেন। এহেন পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বার বার প্রতীকী অনশনে বসেছেন সাধারণ মানুষ। এবার আট বছরের এক বালিকা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রতীকী অনশনে বসে। 

জুনিয়র চিকিৎসকরা জানান, রস্মিতা ভট্টাচার্য্য, বয়স ৮, রবিবারের সকালে মায়ের হাত ধরে আমাদের ধর্মতলা অনশন মঞ্চে চলে এসে। ওর মা জানিয়েছেন শুরু থেকেই ও অভয়ার বিচারের দাবীর এই আন্দোলনকে দেখছে, অনেকবার বিভিন্ন মিছিলে পা মিলিয়েছে বাবা মায়ের সাথে। বিগত ৭ দিন ধরে টানা অনশন চলছে আমাদের, এই দেখে সে ছটফট করছিল দাদা-দিদিদের সাথে অনশন করবে বলে। তাই আজ সকালে উঠেই সে চলে এসছে আমাদের মঞ্চে, ১২ ঘণ্টার প্রতীকী অনশন করবে সে সকাল ৯ টা থেকে রাত ৯ টা।

আমরা সত্যিই ভাষাহীন, মানুষ যেভাবে উৎসবের মধ্যেই আমাদের পাশে দাঁড়িয়েছেন, শুধু উৎসব নয় সেই শুরুর দিন থেকে, তা আরও একবার প্রমাণ করে এই আন্দোলন শুধু চিকিৎসকদের নয়, এ আন্দোলন আজ মানুষের, এ আন্দোলন গণ আন্দোলন। আট থেকে আশি সবাই আজ আমাদের পাশে। আমরা জানি মানুষ বুঝেছেন এই আন্দোলন যে দাবীগুলোকে সামনে রেখে তা মানুষের জন্যই তাইতো তারা স্বতস্ফূর্তভাবে এগিয়ে এসছেন।

ডা: অনিকেত, ডা: অলোক, ডা: অনুষ্টুপ যখন লাগাতার অনশনে অসুস্থ হয়ে CCU ICU তে ভর্তি তখন এই ক্ষুদে বাচ্চাটি আমাদের জানিয়ে দিল "মেঘ দেখে করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে"

 

 tamacha4.jpeg