নিজস্ব সংবাদদাতা: রবিবারই ইমেল করে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসসিয়েশেন-সহ সমস্ত চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়ে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সেই মতই সোমবার দুপুর সাড়ে ১২টার আগেই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মোট ১২ সংগঠনের দু’জন করে প্রতিনিধি।
সূত্রের খবর, দুপুর পৌনে একটা থেকে এই আলোচনা শুরু হয়। বৈঠকে সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী উপস্থিত আছেন বলে খবর। কিন্তু স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বৈঠকে যোগ দেননি বলে জানা যায়।
/anm-bengali/media/media_files/Wpse602MYTZ8jVYF2kuy.JPG)
বৈঠকে চিকিৎসকদের ১০ দফা দাবি মান্যতা দেওয়ার পাশাপাশি দ্রোহের কার্নিভাল নিয়ে কথা হচ্ছে বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)