BREAKING: সেই 'অপরাজিতা বিল', আজ রাষ্ট্রপতির কাছে ১১জন TMC সাংসদ!

কে কে থাকছেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডের পরেই রাজ্য বিধানসভায় ধর্ষণ-বিরোধী অপরাজিতা উইমেন এন্ড চাইল্ড বিল ২০২৪ পেশ করা হয়। এখন তা রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায়। তারপর আজ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপরাজিতা বিল কার্যকর করাতে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন তৃণমূল সাংসদদের ১১ জনের প্রতিনিধিদল। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও' ব্রায়েন ছাড়া দলে ৯ জন মহিলা সাংসদ থাকছেন।