কলকাতাঃ দুর্যোগের রাতে ভেঙে পড়ল বাড়ি! মৃত ১, এই মুহূর্তের বড় খবর

ঘূর্ণিঝড় রেমাল-র প্রভাবে ভয়াবহ ঘটনা ঘটল কলকাতায়।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে শহর কলকাতাতেও। রাত গভীর হতেই বাড়ছে বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়া বইতে শুরু করেছে মহানগরে। দুর্যোগের রাতে এবার কলকাতা শহরে ভেঙে পড়ল বাড়ির একাংশ। ১০ নম্বর বিবির বাগান এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাড়ির একাংশ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে। 

জানা গিয়েছে, ঝোড়ো হাওয়া বইতে শুরু করতেই বিবির বাগান এলাকার বাসিন্দা বছর আটচল্লিশের মহম্মদ সাজিদ তাঁর ছেলেকে ডাকতে যাচ্ছিলেন। সেই সময় বৃষ্টি শুরু হওয়ায় একটি বিপজ্জনক বাড়ির নীচে দাঁড়িয়ে পড়েন তিনি। তখনই সেই বাড়ির একাংশ ভেঙে পড়ে তাঁর উপর। দুর্ঘটনায় গুরুতর জখম হন ব্যক্তি। তাঁকে দ্রুত উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

Add 1