মমতা সরকারের টাকায় সাংবাদিকদের স্পেন সফর! জেরার মুখে...

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়েছেন বাংলার বেশ কিছু সাংবাদিক। সঙ্গে আছেন সাংবাদিক এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই ছবি সামনে আসতেই নানা ধরনের কুৎসা ছড়িয়ে যায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatapm

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের স্পেন সফর নিয়ে কুত্‍সার অভিযোগে পুলিশি জেরার মুখে পড়লেন একজন। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী কুণাল ঘোষ ফেসবুক পোস্টে লেখেন, 'আইনি ব্যবস্থা চলবে। কুত্‍সা করার আগে দশবার ভাবুন'। বঙ্গে লগ্নি টানতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গিয়েছেন স্পেন সফরে। তাঁর সঙ্গী হন বাংলা সংবাদমাধ্যমের একদল সাংবাদিক। আর সেই ছবিগুলি সামনে আসতেই বিরোধীদের নিশানায় তাঁরা। দাবি ওঠে যে সাংবাদিকরা নাকি সরকারের অর্থে স্পেন ও দুবাই সফর করতে গিয়েছেন। মাদ্রিদে বসে বিষয়টি কানে আসতেই সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। পরামর্শ করে ঠিক করা হয় যে যাঁরা এসব নিয়ে কুত্‍সা রটাচ্ছে, তথ্য-সংস্কৃতি বিভাগ তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেবে। ছাড়া হবে না একজনকেও।