পানাগড় কাণ্ডে গ্রেফতার ১, এখনও অধরা বাকি আরোহীরা

পানাগড় কাণ্ডে ৩ দিন পর গ্রেফতার গাড়ি মালিক বাবলু যাদব। এখনও অধরা গাড়িতে থাকা বাকি আরোহীরা। বাকিদেরও গ্রেফতারির দাবি করেছেন মৃতা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
sutan

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: পানাগড় কাণ্ডে (Panagarh Incident) ৩ দিন পর গ্রেফতার হয়েছে গাড়ির মালিক ও মূল অভিযুক্ত বাবলু যাদব। ঘটনার দিন বাবলু যাদবই চালাচ্ছিলেন গাড়ি। এখনও অধরা গাড়িতে থাকা বাকি অভিযুক্ত আরোহীরা।