তারা ধোকা দিয়েছে: প্রাক্তন মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর দাবি

কর্ণাটকের বিধানসভা নির্বাচন ক্রমশই এগিয়ে আসছে। তার আগে এবার বড় দাবি করেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পা।

author-image
Aniket
New Update
bsy

 

 

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে বিধানসভা নির্বাচন (Karnataka Election 2023) দরজায় কড়া নাড়ছে। আগামী ১০ মে কর্ণাটকে হতে চলেছে বিধানসভা নির্বাচন (Karnataka Election)। বিধানসভা নির্বাচনের আগে কর্ণাটকের রাজনৈতিক রঙ্গমঞ্চে নানা পরিবর্তন হয়ে চলেছে। ইতিমধ্যেই পদ্ম ছেড়ে হাতে হাত মিলিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার। তিনি কংগ্রেসের হয়ে ভোটেও দাঁড়িয়েছেন। এছাড়াও মোদী সঙ্গ ত্যাগ করে গান্ধী সঙ্গ গ্রহণ করেছেন লক্ষ্মণ সাভাদি। বিজেপির বদলে কংগ্রেসের টিকিটে লড়তে চলেছেন এই দুই হেভিওয়েট নেতা। এবার এই দুই নেতাকে নিয়ে মন্তব্য করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পা (BS Yediyurappa)। তিনি দাবি করেছেন, কোনও মতেই এই দুই নেতা ভোটে জিততে পারবেন না। তিনি বলেন, "তারা আমাদের দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা দলের সাথে প্রতারণা করেছে। তাই আমি সবাইকে বলেছি, লক্ষ্মণ সাভাদি (Laxman Savadi) এবং জগদীশ শেত্তার (Jagadish Shettar) এবারের নির্বাচনে জয় লাভ করতে পারবেন না। আমি ১০০ শতাংশ আত্মবিশ্বাসী যে তারা হারতে চলেছেন এই নির্বাচনে। এতে কোনো সন্দেহ নেই"। কর্ণাটকে নির্বাচনের লক্ষ্যে সবকটি দলই ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে। এখন শুধু অপেক্ষার সময়। শেষ পর্যন্ত কর্ণাটকের জনগণ কি রায় দেয় তাই এখন দেখার। তবে দেশের সবচেয়ে বড় দুটি দল কংগ্রেস ও বিজেপি উভয় দলই জয়ের ক্ষেত্রে আশাবাদী। ইতিমধ্যেই দুই দলের একাধিক তারকারা দলের হয়ে প্রচার করতে শুরু করেছেন। কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ১৩ মে। সেই দিন দেখা যাবে শেষ হাসি কে হাসে।