নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটারদের উদ্দেশ্যে 'জয় বজরংবলী' স্লোগান দিয়ে ভোট দিতে বলেছেন। তবে এবার প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কে রহমান খান। তিনি বলেন, "প্রধানমন্ত্রী ভোটারদের বলেছেন "জয় বজরংবলী" স্লোগান দিয়ে ভোট দিতে৷ প্রধানমন্ত্রীর এমনটা বলা উচিত হয়নি৷ তিনি সমগ্র দেশের প্রধানমন্ত্রী। যদি বুথে লোকজন জোরে জোরে স্লোগান দিতে থাকে এবং সংখ্যালঘুদের কোনো সদস্য সেখানে যায় তবে সেখানে ভয়ের পরিবেশ তৈরি হবে"। তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছেন। নির্বাচন কমিশনের কাছে পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে দাবি জানিয়েছেন তিনি।