'ভাই রাহুল গান্ধী ন্যায়বিচার পেল', কর্ণাটক নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

কর্ণাটকের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। সকাল ৮টা থেকে সেখানে বিধানসভা ভোটের গণনা শুরু হয়। এদিকে বেলা বাড়তেই ফলাফল কিছুটা জলের মতো স্পষ্ট হয়ে যায়। বিপুল ব্যবধানে বিজেপি, জেডিএসকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে কংগ্রেস।

author-image
SWETA MITRA
New Update
rahul mk.jpg


নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে বিধানসভা (Karnataka Election Result) ভোটে কংগ্রেসের জয় নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)। আজ শনিবার তিনি এক টুইট বার্তায় বলেন, 'কর্ণাটকে দুর্দান্ত জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন। ভাই রাহুল গান্ধীকে (Rahul Gandhi) অযোগ্য ঘোষণা, তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার, জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া, ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন কর্ণাটকের মানুষ। রাজ্যের মানুষ বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতিকে উপযুক্ত শিক্ষা দিয়েছে। এখন আসুন আমরা সবাই মিলে ২০২৪ সালে ভারতে গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ পুনরুদ্ধারের জন্য কাজ করি।'