বিজেপিকে হারাতে কংগ্রেসের তুরুপের তাস হয়েছে '৪০% কমিশন!'

আজ শনিবার ২২৪টি বিধানসভা (Karnataka Election Results) আসনে ভোটগণনা চলছে। এদিকে একের পর এক আসনে দ্রুত গতিতে এগিয়ে চলেছে কংগ্রেস শিবির। কর্ণাটক কার হবে? উঠছে প্রশ্ন।

author-image
SWETA MITRA
New Update
congress.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রীতিমতো শূন্য থেকে শুরু করেছে কংগ্রেস। একেবারে সকলকে চমকে দিয়ে কর্ণাটকে বিজেপি, জেডিএসকে পিছনে ফেলে এগিয়ে চলেছে কংগ্রেস শিবির। আজ শনিবার ২২৪টি বিধানসভা (Karnataka Election Results) আসনে ভোটগণনা চলছে। এদিকে একের পর এক আসনে দ্রুত গতিতে এগিয়ে চলেছে কংগ্রেস শিবির। এদিকে এই কংগ্রেসের ফলাফল প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক শচীন পাইলট (Sachin Pilot)। তিনি বলেন, "কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আমরা বিশাল বিজয় অর্জন করব। আমাদের দেওয়া "৪০% কমিশন সরকার" স্লোগানটি জনগণ গ্রহণ করেছে। বিজেপিকে পরাজিত করার জন্য এটি আমাদের উত্থাপিত একটি বড় ইস্যু ছিল। জনগণ মেনে নিয়েছে।"