নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার সকাল থেকে কর্ণাটকে (Karnataka Assembly Election 2023) শুরু হয়েছে ভোটগ্রহণ। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে এদিন সকাল থেকেই ভোট দিতে শুরু করেছেন লক্ষাধিক মানুষ। এরই মাঝে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করল কংগ্রেস। চিত্তপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস (Congress) প্রার্থী প্রিয়াঙ্ক খাড়গে অভিযোগ করেছেন, "১৭৮ নম্বর চামনুর গ্রামের বুথে ভোট গ্রহণ বন্ধ হয়ে গিয়েছে। কারণ প্রিজাইডিং অফিসার মানুষকে বিজেপিকে (BJP) ভোট দেওয়ার জন্য প্ররোচনা দিচ্ছেন।" যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে গেরুয়া শিবির। এই নিয়ে নতুন করে রাজ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।