মানুষ দুর্নীতির অবসান চায়: বিজেপিকে সোজা নিশানা প্রিয়াঙ্কার

কর্ণাটক বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপিকে নিশানা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। কি বললেন তিনি? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

author-image
Aniket
New Update
Priyanka Gandhi

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগে এবার কর্ণাটকে বিজেপি সরকারকে সরাসরি নিশানা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, "আমরা খুব আশাবাদী এবং আত্মবিশ্বাসী। কর্ণাটকের মানুষ দুর্নীতির অবসান চায়"। তিনি জানিয়েছেন, মোট কত সংখ্যা কংগ্রেস পাবে তা তিনি বলতে পারবেন না। তবে জনসাধারণের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছেন তিনি তা দেখে কর্ণাটকে কংগ্রেসের জয় নিশ্চিত বলে বুঝতে পাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। উল্লেখ্য, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটকের বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বেঙ্গালুরুর বিজয়নগরে একটি রোড-শো করেছেন। সেখান থেকেই নিজেদের জয়ের বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।